পুনরায় ইসির সঙ্গে বৈঠকে বিএনপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। ছবি : এনটিভি
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাকক্ষে বৈঠকটি শুরু হয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বৈঠকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বিজন কান্তি সরকার, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ তিন সদস্যের প্রতিনিধি রয়েছেন।
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত আছেন।