পুলিশের দাবি
পাবনায় জেএমবির আঞ্চলিক কমান্ডার গ্রেপ্তার

পাবনা শহর থেকে গতকাল রাতে জেএমবির আঞ্চলিক কমান্ডার মোস্তাফিজুর রহমান শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
পাবনা শহর থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার ও পুলিশের তালিকাভুক্ত শীর্ষ জঙ্গিদের তালিকায় তিন নম্বরে থাকা মোস্তাফিজুর রহমান শাহীনকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে পাবনা শহরের জজকোর্ট এলাকা থেকে শাহীনকে গ্রেপ্তার করে পুলিশ।
শাহীন পাবনা পৌর সদরের গোপালপুর এলাকার গোলাম মহিউদ্দিনের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে পাবনা শহরের জজকোর্ট এলাকায় অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরো জানান, ২০০৫ সালে সারা দেশে সিরিজ বোমা হামলার আসামি ছিলেন শাহীন। তাঁর বিরুদ্ধে পাবনা ও মেহেরপুর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। তাঁকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।