মমতা ঢাকায় আসছেন সন্ধ্যায়

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তিন দিনের সফরে ঢাকা আসছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ৩৩ সদস্যের প্রতিনিধিদল নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাঁর।
বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ ছাড়া সেখানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
এর আগে তিস্তার পানিবণ্টন চুক্তি পশ্চিমবঙ্গের স্বার্থকে রক্ষা করে না—এ কারণ দেখিয়ে ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বাংলাদেশ সফরে আসেননি মমতা বন্দ্যোপাধ্যায়। এ কারণে সেবার তিস্তার পানিবণ্টন চুক্তি সই সম্ভব হয়নি। মনমোহন সিংয়ের ওই সফরে স্থল সীমান্ত চুক্তি হয়েছিল। তবে এবার মমতা ঢাকাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা ছাড়াও শুক্রবার নজরুল ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শনে যাবেন মমতা। বাংলাদেশের জাতীয় সংসদও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর।
তিন দিনের এ সফরে ২১ ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন তিনি।