তারা এখন গ্রেনেড হামলার প্ল্যান করছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, বিএনপি-জামায়াত জোট পেট্রলবোমা হামলা চালিয়ে সাধারণ মানুষের ক্ষতি করতে পারেনি। ব্যর্থ হয়ে তারা এখন গ্রেনেড হামলা চালানোর প্ল্যান (পরিকল্পনা) করছে।
আজ রোববার সচিবালয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘সম্প্রতি আমি একজন জামায়াত নেতার মুখে বলতে শুনেছি, পেট্রলবোমা মেরে কাজ হবে না। গ্রেনেড ছুড়তে হবে।’
শেখ হাসিনা বলেন, তারা এখন গ্রেনেড হামলার পরিকল্পনা করছে। এ ধরনের কথা যাঁরা বলেছেন, তাঁদের খুঁজে বের করতে তিনি গোয়েন্দা সংস্থার সদস্যদের নির্দেশ দেন। তিনি বলেন, বিএনপি আন্দোলনের পক্ষে দেশে-বিদেশে সমর্থন না পেয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে হত্যার পরিকল্পনা করছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে-বাইরে কোথাও তারা (বিএনপির নেতৃত্বাধীন জোট) সমর্থন পাচ্ছে না। পরমুখাপেক্ষী ছিল। ভেবেছে, ওখান থেকে অনেক কিছু হয়ে যাবে তাদের পক্ষে। কিন্তু যারা পেট্রলবোমা মেরে মানুষ মারে, তাদের পক্ষে কেউ থাকে না।’
বৈঠকে স্বাগত বক্তব্য দেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক। এতে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।