দিতির চিকিৎসায় প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা সহায়তা

ক্যান্সার আক্রান্ত ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দিতির পরিবারের সদস্যদের হাতে ১০ লাখ টাকা সহায়তা চেক তুলে দেন শেখ হাসিনা।
এ সময় অসুস্থ চিত্রশিল্পী রানী সরকারকেও আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বার্তা সংস্থা ইউএনবিকে জানান, কিংবদন্তি অভিনয়শিল্পী আমিরুন্নেসা খানম, যিনি রানী সরকার নামে পরিচিত তাঁর হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
এ সময় কান্নায় ভেঙে পড়েন রানী সরকার। তাঁকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। এ ছাড়া রানী সরকারের বর্তমান অবস্থার কথা জানতে পেরে প্রধানমন্ত্রী নগদ আরো ৫০ হাজার টাকা, দুই বস্তা চাল ও কিছু মাছ সহায়তা দেন।
প্রধানমন্ত্রীর কাছ থেকে জনপ্রিয় চিত্রনায়িকা দিতির চিকিৎসার চেক গ্রহণ করেন তাঁর দুই সন্তান লামিয়া চৌধুরী ও শাফায়েত চৌধুরী। শেখ হাসিনা দিতির সন্তানদের কাছে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং চিকিৎসা সম্পর্কে জানতে চান। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এ সময় গণভবনে উপস্থিত ছিলেন।
ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিতি। সেখানেই মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত দিতির চিকিৎসা চলছিল গত ২৫ জুলাই থেকে। সেখান থেকে ফিরে এসে দিতি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।