ময়মনসিংহ মেডিকেলে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভুল চিকিৎসা ও অবহেলায় রাফি নামের এক বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের সামনে শিশুর স্বজনরা বিক্ষোভ করেন।
নিহত রাফি ময়মনসিংহ নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সুতিয়াখালি এলাকার বাসিন্দা রাকিবুল ইসলামের ছেলে।
শিশুটির চাচা ইমতিয়াজ হোসেন রাজন জানান, শুক্রবার রাত ১০টার দিকে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে রাফিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির পর চিকিৎসকরা শুধু একটি ইনহেলার ও একটি ইনজেকশন পুশ করেন।
শনিবার সকাল থেকে শিশুর অবস্থার অবনতি হতে থাকে। একাধিকবার চিকিৎসককে ডাকলেও তারা সাড়া দেননি বলে অভিযোগ স্বজনদের। পরে তিনটি পরীক্ষা (সিবিসি, সিআরপি ও সিআরএস) লিখে দেন চিকিৎসকরা। কিন্তু রিপোর্ট স্বজনদের হাতে পৌঁছায়নি। শনিবার বিকেল ৪টার দিকে রাফির শারীরিক অবস্থার আরও অবনতি হলে আরও একটি ইনজেকশন পুশ করা হয়, যার কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়।
রাফির বাবা রাকিবুল ইসলাম অভিযোগ করেন, চিকিৎসায় অবহেলা হচ্ছিল বুঝতে পেরে আমরা প্রাইভেট হাসপাতালে নিতে চাই। ছাড়পত্র চাইলে চিকিৎসক ও নার্সরা দুর্ব্যবহার করেন। যে ইনজেকশনটি শুক্রবার রাতে পুশ করার পর তার শরীর খারাপ হয়েছিল, একই ইনজেকশন শনিবার আবারও পুশ করা হয়। এরপরই সে মারা যায়। আমি আমার সন্তানের মৃত্যুর বিচার চাই।
শিশুর মৃত্যুর পর স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করেন এবং কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, রোগীর স্বজনরা ক্ষুব্ধ হয়ে সড়কে অবস্থান নেন। পরে আমরা এসে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করি। তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন এবং জানিয়েছেন মামলা করবেন না।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, শিশুটি ৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল। বিভাগীয় প্রধানকে নিয়ে আমরা আলোচনা করেছি। শিশুর স্বজনরা রোববার অফিসে আসবেন। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।