বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতস্ত্র বেতন স্কেলের দাবি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল ঘোষণা এবং প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন কাঠামো পুনর্নির্ধারণের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ রোববার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। দাবি আদায় না হলে শিক্ষকরা দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের উদ্যোগে আজ দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :
জাহিদুর রহমান : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির উদ্যোগে আজ সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন শিক্ষকরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি খবির উদ্দিন, সাধারণ সম্পাদক মাফরুহী ছাত্তারসহ অন্য শিক্ষকরা।
আইয়ুব আলী, ময়মনসিংহ : ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে আজ দুপুরে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খন্দকার শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রাকিবুল ইসলাম সরদার, মনোরঞ্জন দাস ও শিক্ষক নেতারা।
নাসির আহমেদ, গাজীপুর : গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকরা আজ রোববার ক্যাম্পাসের ফটকের সামনে মানববন্ধন করেন। ডুয়েট শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুস সালামসহ শিক্ষক নেতারা।
শিক্ষক নেতারা বলেন, এই আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়, এ আন্দোলন সেসব কুচক্রী মহলের বিরুদ্ধে, যারা শিক্ষকদের অধিকার থেকে বঞ্চিত করতে চায়, অধিকার লুণ্ঠিত করতে চায়।
প্রদীপ সরকার, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতির উদ্যোগে আজ রোববার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে মানববন্ধন করা হয়। মানববন্ধনে রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম বাদলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সহসভাপতি অধ্যাপক রফিকুল হাসান রঞ্জু। মানববন্ধনে সমিতির সহসাধারণ সম্পাদক শাতিল সিরাজসহ প্রায় দেড়শ শিক্ষক উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষকরা কখনো অশান্তিতে বিশ্বাস করেন না। তাঁরা রাজপথে এসে অশান্তি সৃষ্টি করতে চান না। কিন্তু তাঁদের সাথে প্রতারণা করা হচ্ছে। তাই তাঁরা রাজপথে এসে প্রতিবাদ করতে বাধ্য হচ্ছেন। সরকারে কাছে তাঁদের বিনীত অনুরোধ অষ্টম পে-স্কেল সংশোধন করে মানসম্মতভাবে বেতন বৃদ্ধি করা হোক।