চমক দেখাবেন শাবনূর

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা শাবনূর এখন আর তেমন নিয়মিত নন রূপালি পর্দায়। তিনি এখন সংসার করছেন, সন্তানের মা হয়েছেন, স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত সময় কাটে তাঁর। তবে সংসারে সময় দেওয়ার ফাঁকে, এরই মধ্যে পুরাতন একটি ছবির অবশিষ্ট শুটিং শেষ করেছেন তিনি। এই ছবিতে কাজ করার সময় বার বারই আক্ষেপের সুর শোনা গেছে শাবনূরের কণ্ঠে। এনটিভি অনলাইনকে তিনি বলেন, ‘আরো কিছুদিন সময় পেলে ফিগার ঠিক করা যেত। মাত্র তিন মাস সময় পেলেই আমি আবার স্লিম হতে পারতাম।’
শাবনূর এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন। গত ১৪ আগস্ট তিনি দেশ ছাড়েন। সঙ্গে ছিল শাবনূরের ছেলে আইজান নিহান। নায়িকা শাবনূরের সহকারী মোহাম্মদ সেলিম এনটিভি অনলাইনকে জানান, এখন বিদেশে থাকলেও এক চমক নিয়ে ফিরে আসবেন নায়িকা শাবনূর।
মোহাম্মদ সেলিম বলেন, 'প্রতি বছরই এই সময়ে তিনি অস্ট্রেলিয়ায় যান। তবে এবার তিনি কাজও করবেন। অনেক ছবিতে কাজ করার কথা ছিল। সবাই খুব জোরও করেছিলেন। কিন্তু বর্তমান ফিগার নিয়ে তিনি ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না। তিনি আমাকে বলেছেন, সেখানে তিনি জিমে ভর্তি হবেন, নিয়মিত ব্যায়াম করবেন, খাবার কমাবেন। নায়িকা অপু বিশ্বাস ও শাকিব খানকে দেখে তিনি আরো উৎসাহ পেয়েছেন। তাঁরা দুজনই কম সময়ে যেভাবে শরীর কমিয়েছেন তাতে তিনি উৎসাহ পেয়েছেন। আমার মনে হয়, ম্যাডাম একটা চমক নিয়ে ফিরবেন। আগামী তিন মাসের মধ্যে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।’
মোস্তাফিজুর রহমান মানিকের ‘এমনও তো প্রেম হয়’ এবং সালাউদ্দিন লাভলুর ‘চান্দের বুকে জোছনার ঘর’ ছবিতে অভিনয় করার ঘোষণা দিয়েছিলেন তিনি। অক্টোবর ও নভেম্বরে ছবি দুটির শুটিং করার কথা ছিল। এরমধ্যে বদিউল আলম খোকন পরিচালিত ‘পাগল মানুষ’ ছবির শুটিং শেষ করেছেন তিনি।