পলাশ নূরের কণ্ঠে, হামিন আহমেদের সুরে ‘খুঁজি তোমায়’

কথা, সুর, সংগীত—সবই তাঁর। ‘খুঁজি তোমায়’ গানটি পলাশ নূরের একক সৃষ্টি, যেটিকে নতুন মাত্রা দিয়েছেন দেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি হামিন আহমেদ ও ড্রামার সৈয়দ জিয়াউর রহমান তূর্য।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের ইয়ামাহা মিউজিক স্টোরে এক সংবাদ সম্মেলনে প্রকাশিত হয়েছে গান ও এর মিউজিক ভিডিও। ভিডিও পরিচালনা করেছেন গাজী শুভ্র।
এই গান দিয়েই আত্মপ্রকাশ করেছে নতুন মিউজিক লেবেল ‘রুটনোট প্রোডাকশনস্’। দেশি ও আন্তর্জাতিক শিল্পীদের কোলাবরেশনের মাধ্যমে বিশ্বমানের সঙ্গীত নির্মাণই তাদের লক্ষ্য।
গানটি নিয়ে পলাশ নূর বলেন, ‘সঙ্গীত মানেই ভাগ করে নেওয়া। আমি একটি গান বানালাম, শেয়ার করলাম তাঁদের সঙ্গে যাঁদের আমি সব সময় শ্রদ্ধা করে এসেছি। আর তারপরই ঘটলো এক দুর্দান্ত জাদু। হামিন আহমেদ এবং তূর্য ভাই আমার সঙ্গে যুক্ত হলেন, ভিডিও নির্মাণ করলেন গাজী শুভ্র ভাই। এই গানটি শুধুমাত্র একটি সুর নয়—এটি দুই প্রজন্মের মেলবন্ধন, পুরনো ও নতুন ধারার সেতুবন্ধ।’
রুটনোট প্রোডাকশনস্-এর পরিচালক ইমরান আসিফ জানান, ‘আমি সাধারণ একজন শ্রোতা হিসেবেই প্রথমে গানটার ডেমো শুনি। মনে হয়েছিল এটা আরও বড় পরিসরে পৌঁছানো উচিত। পলাশকে বলি, তারপর হামিন ভাই ও তূর্য ভাইকে অনুরোধ করি। ভিডিওর জন্য শুভ্র ভাই ছিলেন আমাদের প্রথম ও একমাত্র পছন্দ। আজকের এই প্রকাশ সেই সম্মিলিত ভাবনারই ফল। গানটির প্রতিটি পর্যায়ে পলাশের সঙ্গে হামিন ভাইয়ের গায়কী ও গিটার সলো এক অসাধারণ মাত্রা এনে দিয়েছে।’
‘খুঁজি তোমায়’ এখন রুটনোট প্রোডাকশনস্-এর ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে।