বিশ্ব চিন্তা দিবস আজ

আজ ২২ ফেব্রুয়ারি। বিশ্ব চিন্তা দিবস। বিশ্ব গার্ল গাইডস ও গার্ল স্কাউটস সংস্থার প্রতিষ্ঠাতা রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ও বিশ্ব চীফ গাইড লেডি ওলেভ বেডেন পাওয়েলের জন্ম দিন ২২ ফেব্রুয়ারি। এই উপলক্ষে প্রতিবছর ২২ ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। বিশ্বব্যাপী গাইড সদস্যবৃন্দ তাদের জন্ম দিবসকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর একটি থিম নিয়ে ‘বিশ্ব চিন্তা দিবস’ উদযাপন করেন।
১৯২৮ সালে তৎকালীন ভারতবর্ষে শুরু হয় গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের যাত্রা। পূর্ব পাকিস্তানের গার্ল গাইডস সংগঠনটি ১৯৪৭ সালের পর পাকিস্তান গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের শাখায় রূপান্তরিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন একটি জাতীয় সংস্থা হিসেবে জাতীয় সংসদের অনুমোদন লাভ করে।
এখন কম বেশি চিন্তা সকলেই করে থাকেন। মানুষ নাকি চিন্তা ছাড়া থাকতে পারে না এক মুহূর্তও। আবার তনেকেই ওভার থিঙ্কিং করে থাকেন। অধিক চিন্তার ফলে একটা মানুষ মানসিক অবসাদে ভুগতে পারে। এ ছাড়া হার্টের রোগ, সুগার, ব্লাডপ্রেশার, হজমে সমস্যাও হতে পারে। তাই খুব দরকারি কিছু ছাড়া চিন্তা না করাই ভালো। বেশি চিন্তা আপনাকে কোনো সমাধান দিবে না। বরং শরীরের রোগ বাড়াবে।