কাজী নজরুল ইসলাম : দ্রোহের কবি, সম্প্রীতির কবি
বহুমুখী প্রতিভার অধিকারী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীত সবখানে ছিল অবাধ বিচরণ। আমরা তার যে বিদ্রোহী সত্ত্বার পরিচয় পাই সেটা তাঁর জীবনেও প্রবল ছিল। তাঁর সকল সাহিত্য ও শিল্পকর্মেও রাজনৈতিক মননেরও বাঙালি জাতীয়তাবোধের প্রভাব পরিলক্ষিত হয়। নজরুলের সাংবাদিকতা ও সাহিত্যসাধনার মূল উদ্দেশই ছিল রাজনীতি করা। রাজনীতির মাধ্যমে তিনি সমাজ পরিবর্তন, উন্নয়ন ও নবজাগরণ ঘটাতে চেয়েছিলেন। অবহেলিত ও...
সর্বাধিক ক্লিক