মহিলা সমিতি মিলনায়তনে আগামীকাল ‘বারামখানা’ নাটকের প্রদর্শনী

রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় মঞ্চস্থ হবে থিয়েটারের ৪১তম প্রযোজিত নাটক ‘বারামখানা’। মরমি বাউলসাধক লালন শাহের জীবন ও আখড়াকেন্দ্রিক বিকাশ নিয়ে নির্মিত নাটকটির এদিন ৪৩তম প্রদর্শনী হবে। সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার এবং নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার।নাটকটিতে অভিনয়...