গরমের আই মেকআপ কেমন হবে? 

গরমে যতটা কম সাজা যায়, ততটাই বেশি আকর্ষণীয় দেখায়। চোখের মেকআপের ক্ষেত্রেও এখন এই কথাই মানছে ইনফ্লুয়েন্সারা। কিন্তু এই গরম মেকআপ করার অর্থ ত্বকের উপর চাপ সৃষ্টি করা। তাও বিশেষ দিনে মেকআপ থেকে দূরে থাকা যায় না।গ্রীষ্মকালে মেকআপ বছরের অন্যান্য দিনের তুলনায় অন্যরকম হওয়া চাই। মুখের মধ্যে সতেজতা ফুটে ওঠা চাই। আর এই কাজটা আই মেকআপের মাধ্যমেই সম্ভব। প্রাইমার ও ফাউন্ডেশন মাখা, কনসিলার দিয়ে ডার্ক সার্কেল...