জুলাই শহীদদের স্মরণে লালনের মাজারে ভাবগানের আসর অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশ শিল্পকলা একাডেমির ফেসবুক পেজ থেকে নেওয়া
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ‘জাগ্রত জুলাই স্মরণে’ কুষ্টিয়ার ফকির লালন শাহর মাজারে ভাবগানের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৮ জুলাই) কুষ্টিয়ার কুমারখালী ছেউড়িয়ার লালন আখড়ায় বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ভাবগানের আসর অনুষ্ঠিত হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ভাবগানের আসরে আগত সাধুগুরু ও স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
এ ছাড়াও এই আসর স্থানীয় ব্যক্তিবর্গ, জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।