ঠাকুরগাঁও জেলা বিএনপির অসুস্থ নেতার বাসায় ফখরুল

ঠাকুরগাঁও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অসুস্থ নুর করিমকে দেখতে তার রাজধানীর বাসায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি
ঠাকুরগাঁও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অসুস্থ নুর করিমকে দেখতে তার বাসায় গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার দুপুরে নুর করিমের রাজধানীর কাঁঠালবাগানের বাসায় যান তিনি।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে এ তথ্য জানিয়ে বলেন, নুর করিম মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে কিছুটা সুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে বাসায় আছেন।
এ সময় মহাসচিবের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ ও সাবেক ছাত্রনেতা কামাল আনোয়ার আহমেদ।