ঢাকায় মাঠে নেমেছে বিজিবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য আজ বৃহস্পতিবার থেকে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর মধ্যে উত্তর সিটিতে ২৭ প্লাটুন ও দক্ষিণ সিটিতে ৩৮ প্লাটুন বিজিবি স্ট্রাইকিং ফোর্স হিসাবে দায়িত্ব পালন করবে।
বিজিবি সদরদপ্তর জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠে নামানো হয়েছে ৬৫ প্লাটুন বিজিবি সদস্য। আর ১০ প্লাটুন বিজিবি সদস্য রিজার্ভ রাখা হয়েছে।
প্রতি দুইটি সাধারণ ওয়ার্ডে এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। রাজধানীর যেসব এলাকায় ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে সেসব এলাকায় সতর্ক অবস্থানে থাকবে বাহিনীর সদস্যরা। এ ছাড়া পুরো নির্বাচনী এলাকায় টহলে থাকবে সীমান্ত রক্ষা বাহিনী। বিজিবির সদস্যরা আজ বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত মাঠে থাকবে।

বিজিবির প্রতিটি টিমের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ৫৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৭৬ জনসহ ১৩০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থাকবেন।
আগামী শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার দুই সিটিতে ভোট গ্রহণ হবে।
