নিজের আইডিটা সঙ্গে রাখুন, পরামর্শ র্যাব ডিজির

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ করা হবে আগামী শনিবার। ভোটকে কেন্দ্র করে বহিরাগতদের ঢাকা ছাড়ার নির্দেশ দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ। পাশাপাশি আগামী অন্তত দুদিন নিজের পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য ঢাকাবাসীকে পরামর্শ দিয়েছেন তিনি।
পুলিশের এই এলিট ফোর্সের প্রধান বলেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ঢাকা সফর করতে দেশবাসীকে নিরুৎসাহিত করতে চাই। যাতে ভোটাররাই চলাফেরা করতে পারেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন।’
আজ বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের ডিজি বেনজীর আহমেদ।
বেনজীর আহমেদ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলাবাহিনী প্রস্তুতি গ্রহণ করেছি যাতে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন।’ তিনি আরো বলেন, ‘প্রতিটি কেন্দ্রে একটি করে পেট্রল টিম থাকবে।’
র্যাবের ডিজি বলেন, ‘কাউন্সিলরদের বিষয়ে নগরবাসী খেয়াল রাখবেন যাতে ছিনতাইকারী, তারপর ম্যানহোলের ঢাকনা চোর শ্রেণির কোনো লোকজন যাতে নির্বাচিত হয়ে না আসে। স্বাধীনতার ৫০ বছর পরও যদি ম্যানহোলের ঢাকনা চোর কাউন্সিলর নির্বাচিত হয় এটা খুবই দুঃখজনক।’ তিনি বলেন, ‘আশা করব, যথাযোগ্য লোক নির্বাচিত হয়ে আসবেন। দেশ থেকে মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদ, দুর্নীতি দূর করার জন্য আমরা একসঙ্গে কাজ করব।’
বেনজীর বলেন, ‘কাউকে কোনো ধরনের গোলযোগ সৃষ্টির চেষ্টা করার সুযোগ দেওয়া হবে না। ভোটকেন্দ্রগুলোতে কোনো অবাঞ্ছিত লোক জড়ো হোক তা চাই না। তা আজ রাত থেকে খেয়াল রাখব।’
বেনজীর আরো বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ হোক এটা সবচেয়ে বড় প্রায়োরিটি। তাই প্রত্যাশা করব আগামীকাল ও পরশুদিন এই নগর উন্মুক্ত থাকবে শুধু ভোটারদের জন্য। আপনারা জানেন, ৫৭৭ জন কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত কাউন্সিলর ও মেয়র প্রার্থীরা এখানে ব্যাপক প্রচার চালিয়েছেন। ফলে অনেকে আত্মীয়স্বজন ঢাকার বাইরে থেকে নিয়ে এসেছেন, ক্যাম্পেইন করেছেন। ক্যাম্পেইন কিন্তু আজ রাত ১২টায় বন্ধ হয়ে যাবে।’
‘আমরা আশা করব, যারা বাইরে থেকে এসেছেন, সাহায্য-সহযোগিতা করেছেন নির্বাচনী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করার জন্য আমি মনে করি নগরবাসী আপনাদের ধন্যবাদ জানাবেন। যারা প্রার্থী তারা ধন্যবাদ জানাবেন। আপনাদের কাজ শেষ। আমরা প্রত্যাশা করব, কাজ শেষ করে আপনারা ঢাকা শহর ছেড়ে চলে যাবেন। কারণ ঢাকায় আপনাদের ভোটিং রাইট নেই যেহেতু। খামোখা এখানে থাকার যুক্তি আছে বলে মনে করি না। আগামী দুদিন বিনা প্রয়োজনে ঢাকা শহর থেকেও সবাইকে নিরুৎসাহিত করতে চাই।’
র্যাব ডিজি আরো বলেন, জরুরি প্রয়োজন যেমন চিকিৎসা, বিমানবন্দর, চাকরির পরীক্ষা এ ধরনের বিষয় ছাড়া আমরা অপ্রয়োজনীয় ঢাকা সফর করতে দেশবাসীকে নিরুৎসাহিত করতে চাই। যাতে ভোটাররাই চলাফেরা করতে পারেন এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন।’
র্যাবের ডিজি বলেন, ‘আগামীকাল ও পরশুদিন যেহেতু আমরা চাই না কোনো অবাঞ্ছিত লোক হট্টগোল সৃষ্টি করুক। সে কারণে আমরা আজ থেকে তৎপর। আগামীকাল ও পরশুদিন যারা চলাফেরা করবেন আমাদের পরামর্শ দয়া করে যোকনো ধরনের ফটো আইডি সঙ্গে রাখবেন। যাতে করে আমরা বুঝতে পারি, আপনি কি নগরবাসী বা বাইরের কোনো লোক।’