নির্মাণ সামগ্রীর মূল্য কমানোসহ ৮ দফা দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে নির্মাণ সামগ্রীর মূল্য কমানোসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছেন ঠিকাদাররা। ছবি : এনটিভি
খুলনায় নির্মাণ সামগ্রীর মূল্য কমানো এবং সরকারি নির্মাণকাজের দরপত্রের বাজারদর সমন্বয়ের দাবিতে মানববন্ধন করেছেন ঠিকাদাররা। আজ রোববার দুপুরে নগরীর পিকচার প্যালেস মোড়ে এই মানববন্ধন আয়োজন করে সরকারি সংস্থার কাজ করা ঠিকাদাররা।
ঠিকাদারদের আহ্বায়ক মো. দাউদ হায়দারের সভাপতিত্বে এই মানববন্ধনের সমন্বয়কারী ছিলেন আওয়ামী লীগনেতা মো. মফিদুল ইসলাম টুটুল ও মো. তসলিম আহমেদ আশা।
মানববন্ধনে আট দফা দাবি পেশ করা হয়। এই আট দফা হলো নির্মাণ সামগ্রীর মূল্য কমাতে হবে, নতুন রেট শিডিউলে টেন্ডার আহ্বান করতে হবে, চলমান কাজের বাজারদর সমন্বয় করতে হবে, সমাপ্ত কাজের বকেয়া বিল পরিশোধ করতে হবে, অর্থ ছাড়া টেন্ডার আহ্বান করা যাবে না ইত্যাদি।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মধুসহ অন্য ঠিকাদাররা।