পুনর্বাসন ছাড়া কোনো বস্তিবাসী উচ্ছেদ হবেন না : আতিক

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম
প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, তিনি মেয়র নির্বাচিত হলে পুনর্বাসন ছাড়া কোনো বস্তিবাসী উচ্ছেদের শিকার হবে না।
আজ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারের শেষদিনে রাজধানীর ভাষানটেকে এলাকায় প্রচারকালে আতিকুল বস্তিবাসীদের এই প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি ভাষানটেক বস্তির ভিতরে ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
প্রচারের একপর্যায়ে ঢাকা উত্তরের সাবেক এই মেয়র গণমাধ্যমের কাছে অভিযোগ করে বলেন,
‘বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসে বিএনপি সন্ত্রাস করার পাঁয়তারা করছে। যেন ভোটের পরিবেশ নষ্ট হয়।’
আতিকুল দলীয় নেতাকর্মী ও ভোটারদের উদ্দেশে বলেন, ‘আর মাত্র দুটো দিন বাকি আছে। আমরা সবাইকে ইলেকশনের আমেজ নিয়ে, ভোটের আমেজ নিয়ে শান্তিপূর্ণভাবে ভোট দেব। এবং ইনশা আল্লাহ নৌকাকে জয়যুক্ত করব।’