পোরশায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন ও খাদ্যসামগ্রী বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

নওগাঁর পোরশা উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত আশ্রয়ণ প্রকল্প-২ এর দ্বিতীয় পর্যায়ে নির্মিত ঘর পরিদর্শন এবং সেখানে পুনর্বাসিত মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী ও গাছের চারা বিতরণ করেছেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর। উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম রঘুনাথপুরে নির্মিত ঘরগুলো পরিদর্শনে গিয়ে গতকাল শুক্রবার দুপুরে খাদ্যসামগ্রী ও ফলদ গাছের চারা বিতরণ করেন তিনি।
সরকারি সহায়তা হিসেবে সেখানে বসবাসরত ৬৭টি পরিবারের মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক কেজি ডাল, একটি সাবান, এক প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০ গ্রাম গুড়া দুধ, গুড়া ঝাল ও হলুদ এবং দুটি করে ফলদ গাছের চারা বিতরণ করেন বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর।
নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ। পরে আশ্রয়ণে নির্মিত ঘরগুলো পরিদর্শন এবং সেখানে বসবাসরত জনগণের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন ড. হুমায়ুন কবীর।
এ সময় বিভাগীয় কমিশনার পোরশার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হামিদ রেজাকে আশ্রয়ণে পুনর্বাসিতদের অসুবিধাগুলো সমাধান করার জন্য বলেন। এ ছাড়াও তিনি সেখানে সুন্দরভাবে ঘর নির্মাণ ও আশ্রয়ণের সব সুযোগ-সুবিধার থাকায় সন্তোষ প্রকাশ করেন এবং একটি আম গাছের চারা রোপন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ইউএনও নাজমুল হামিদ রেজা, ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দোস্তদার হোসেন সাগর প্রমুখ।
এর আগে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার নওগাঁর মহাদেবপুর উপজেলার রোদইল ও এনায়েতপুরে আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। সেখানেও তিনি আশ্রয়ণে নির্মিত ঘরগুলো পরিদর্শন করেন এবং বসবাসরত জনগণের সঙ্গে তাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন।
সরকারি সহায়তা হিসেবে সেখানে বসবাসরত ১০০টি পরিবারের মধ্যে প্রত্যেককে ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক কেজি ডাল, একটি সাবান, এক প্যাকেট লাচ্ছা সেমাই, ৫০ গ্রাম গুড়া দুধ, গুড়া ঝাল ও হলুদ এবং দুটি করে ফলদ গাছের চারা বিতরণ করেন।
এ সময় মহাদেবপুরের ইউএনও মো. মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুলতান হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।