‘প্রতিবন্ধী, বয়স্ক ও গর্ভবতীদের ভোটের জন্য বিশেষ সুবিধা থাকা উচিত’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস সাত্তার দুলাল।
ভোট দেওয়া শেষে সাত্তার এনটিভি অনলাইনকে বলেন, ‘ভোট দিতে এসেছি। এবার ইভিএমে ভোট দিলাম। ইভিএমে ভোট ভালো জিনিস। তবে এ বিষয়ে আমাদের জনগণকে আরো সচেতন হতে হবে।’
প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি বলেন, ‘ইভিএমে ভোট দেওয়া অনেক সময়সাপেক্ষ। আমারই ভোট দিতে সাত মিনিট লেগেছে। তাহলে সাধারণ জনগণের কত সময় লাগবে বলেন? এ ছাড়া অনেকে বুঝতেই পারবে না কীভাবে ভোট দিতে হয়।’
সাত্তার দুলাল আরো বলেন, ‘সরকারের উচিত প্রতিবন্ধী, অসুস্থ, বয়স্ক ও গর্ভবতী নারীদের ক্ষেত্রে ভোট প্রদানে বিশেষ সুবিধার ব্যবস্থা করা। কিন্তু এখানে তেমন কোনো ব্যবস্থা নেই। আমাকে ভোট দেওয়ানোর জন্য নিচতলা থেকে তিনতলায় নিয়ে যাওয়া হয়েছে।’
এর আগে সকাল সাড়ে ৯টায় হুইল চেয়ারে করে সাত্তার দুলাল ভোটকেন্দ্রে আসেন।
এবারের দুই সিটি করপোরেশন এলাকার দুই হাজার ৪৬৮টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু করতে মাঠে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য।