ফের ইসির সঙ্গে বৈঠকে আওয়ামী লীগ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠকে বসেছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে সিইসির সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে প্রতিনিধিদলে আছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দলের কার্যনির্বাহী কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবীর।
বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে থেকে সিইসি কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী উপস্থিত আছেন।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিএনপির বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগসহ দুই সিটি করপোরেশনের ভোটের বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে।