বিএনপির অপপ্রচারের কারণে ভোটার উপস্থিতি কম ছিল : তোফায়েল

নির্বাচন নিয়ে বিএনপির অপপ্রচারের কারণে ভোটার উপস্থিতি কম ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। আর আমির হোসেন আমু বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে ইভিএম নিয়ে বিএনপির ধারণা ভুল প্রমাণিত হয়েছে। ভোট গ্রহণ শেষে আলাদা ব্রিফিংয়ে তাঁরা এসব মন্তব্য করেন। আর দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ দাবি করেন, পরাজয় নিশ্চিত জেনেই মিথ্যাচার করছে বিএনপি।
ঢাকার দুই সিটির নির্বাচনের ভোটগ্রহণ পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের দুই সদস্য। ঢাকা উত্তর সিটি নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে তোফায়েল আহমেদ বলেন, বিএনপির অপপ্রচারে ভোটার উপস্থিতি ছিল প্রত্যাশার তুলনায় কম। আর দক্ষিণ সিটি নির্বাচন প্রসঙ্গে আমির হোসেন আমুর মন্তব্য, এই নির্বাচনের মাধ্যমে ইভিএম নিয়ে বিএনপির অভিযোগ ভুল প্রমাণিত হয়েছে।
আমির হোসেন আমু বলেন, ‘ইভিএম পদ্ধতিতে ভোট দিতে কোনো অসুবিধা নেই। বোঝাতে পারলে বা বুঝিয়ে দিতে পারলে ভোটদাতারা যে ভোট দিতে পারে এটা আজকে প্রমাণিত। ইভিএমের মাধ্যমে কোনো কারচুপি হওয়া সম্ভব নয়, এটা আজকে প্রমাণিত। সুতরাং আজকে আমি বলতে চাই, সব নির্বাচনের আগে তারা কাল্পনিক কিছু তথ্য জনসম্মুখে আনে এবং সেই কাল্পনিক তথ্য তারা জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করে।’
তোফায়েল আহমেদ বলেন, ‘অনেকে ভোটকেন্দ্রে যায় নাই, এ যে বিএনপি যে প্রচার করছে গোলমাল হবে, এজেন্ট থাকতে দিবে না, অমুক করবে না, এটাও কিন্তু একটা কারণ। এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য শুরু থেকেই বিএনপি জেতার চেষ্টা করে নাই, কিন্তু এই নির্বাচনটাকে বিতর্কিত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছে।’
এদিকে, আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে ভোট গ্রহণ শেষে দলের পক্ষ থেকে ডাকা সংবাদ সম্মেলনে কথা বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। ঢাকার দুই সিটি নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে দাবি করেন, পাশাপাশি এই নির্বাচন প্রসঙ্গে বিএনপির নেতাদের বক্তব্যে সমালোচনা করেন তিনি।
হানিফ বলেন, ‘রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, সন্ত্রাস করে নৌকার প্রার্থীকে জয়লাভের চেষ্টা করেছে-এটা চরম মিথ্যাচার এবং চরম নিন্দনীয় উক্তি। আমরা মির্জা ফখরুল সাহেবকে আহ্বান জানাব, যে আপনি এই উক্তি করেছেন এর পেছনে যদি কোনো প্রমাণ থাকে সে প্রমাণসহ আপনাকে জাতির সামনে তুলে ধরতে হবে।’
নির্বাচনের শেষ মুহূর্ত পর্যন্ত বিএনপির দুই প্রার্থী মাঠে থাকায় দলটির নীতি-নির্ধারকদের ধন্যবাদ জানান হানিফ।