বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দিবে ‘হ্যালো মেয়র অ্যাম্বুলেন্স’

জামালপুরে অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু হয়েছে। গতকাল সোমবার সকালে এই সেবা চালু করে জামালপুর পৌরসভা।
জামালপুর পৌরসভা প্রাঙ্গণে ‘হ্যালো মেয়র অ্যাম্বুলেন্স’ সার্ভিস নামের এই সেবার শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রধান অতিথি হিসেবে এই অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন করেন।
পৌর মেয়র মো. ছানুয়ার হোসেন ছানুর সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ প্রমুখ।
এ সময় মির্জা আজম বলেন, ‘এই সংকটে ঈদের আগেই করোনায় আক্রান্ত, কর্মহীন অসহায়, দরিদ্র ক্ষুধার্তদের ঘরে ঘরে নিজেদের সাধ্যমত খাবার পৌঁছে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সব নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।’
সেইসঙ্গে সব জনপ্রতিনিধিদের কোনো প্রকার দুর্নীতির আশ্রয় না নিয়ে স্বচ্ছতার সঙ্গে সরকারের ত্রাণ বিতরণ প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানান মেয়র।
এছাড়াও বক্তারা বলেন, জামালপুর পৌর এলাকার মধ্যে হ্যালো মেয়র অ্যাম্বুলেন্সটি অসুস্থ রোগীদের বিনামূল্যে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজটি করবে। প্রতিদিন ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকবে।
উল্লেখ্য, শীততাপ নিয়ন্ত্রিত ও অক্সিজেন সুবিধার অ্যাম্বুলেন্সটির সেবা পেতে ০১৯৩০২২১১০০ নম্বরে যোগাযোগ করতে হবে।