সোম বা মঙ্গলবারে তাপসের নির্বাচনী ইশতেহার

ঢাকা দক্ষিণের উন্নয়নের বিস্তারিত রূপরেখা তুলে ধরে ২৮ অথবা ২৯ জানুয়ারি নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ শনিবার কোতোয়ালি থানার ৩২ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করে ৩৫, ৩৬, ৩৭ নম্বর ওয়ার্ডে প্রচার ও গণসংযোগ কার্যক্রম চালান নৌকা মার্কার প্রার্থী। এ সময় তিনি এসব তথ্য জানান।
তাপসের সঙ্গে প্রচারে অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল ও নানা স্লোগানে তাঁরা মুখরিত করে তোলেন আশপাশের এলাকা। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস উপস্থিত হলে তাঁর হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় কাউন্সিলর ও নেতাকর্মীরা।
নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন। যাতে রাস্তায় কোনো ধরনের যানজট সৃষ্টি না হয়।
এ সময় তাপস বলেন, ‘পাঁচটি রূপরেখা আমাদের ঐতিহ্যের ঢাকা, আমাদের সুন্দর ঢাকা, সুশাসিত ঢাকা, আমাদের সচল ঢাকা এবং উন্নত ঢাকা গড়ার লক্ষ্যে ১ ফেব্রুয়ারির নির্বাচন ঢাকাবাসীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি বিশ্বাস করি, ঢাকাবাসী নৌকায় তাদের রায় দিয়ে আমাকে সেবক হিসেবে নির্বাচিত করবে। নিজ ওয়ার্ডে কাউন্সিলরদের নির্বাচিত করে আমাদের পথচলাকে বেগবান করবে।’