রাজধানীতে ট্রাকচাপায় নারী নিহত

রাজধানীর গুলশানে ট্রাকের চাপায় চন্দ্র ভানু (৬০) নামের এক নারী নিহত হয়েছেন।
গতকাল শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই নারী গুলশানের শাহজাদপুর এলাকায় থাকতেন। তাঁর স্বামী প্রয়াত ইউসুফ আলী।
এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বলেন, গুলশানের শাহজাদপুর বাঁশতলা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি ট্রাক চন্দ্র ভানুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এসআই আরো জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালককে আটক করা হয়েছে।