সাতক্ষীরায় ‘জেএমবি সদস্য’ সেলিম বাবু গ্রেপ্তার

সাতক্ষীরা সদর উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে সেলিমুজ্জামান বাবু (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সেলিম বাবু বা টাক বাবু নামেও পরিচিতি বলে দাবি করেছে পুলিশ।
আজ বুধবার রাত ৯টার দিকে সেলিম বাবুকে তাঁর নিজবাড়ি শহরের ইটাগাছা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা দাবি করেন, গোপন সূত্রে খবর পেয়ে সেলিম বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি জেএমবি সদস্য হিসেবে জেলা পুলিশের তালিকাভুক্ত। তাঁর বিরুদ্ধে গোপালগঞ্জে ব্রাক ব্যাংকে ডাকাতি, নাশকতা ও সহিংসতার চারটি মামলা রয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।