সন্ত্রাসবিরোধী আইনে মামলা
‘নব্য জেএমবি’র তিন সদস্য পাঁচদিনের রিমান্ডে

রাজধানীর উপকণ্ঠ সাভার থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ‘নব্য জেএমবি’র তিন সদস্যের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার জ্যেষ্ঠ বিচারক জাকি আফসানা আবেদীন রিমান্ডের আদেশ দেন।
আদালতের সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) আনোয়ারুল কবির বাবুল এনটিভি অনলাইনকে জানান, আজ আসামিদের ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে হাজির করা হলে তদন্ত কর্মকর্তা ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড মঞ্জুর করেন।
পিপি আরো জানান, গত ২৭ ও ২৮ মে সাভারের মধ্য গেন্ডা এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে গ্রেনেড ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
এ ঘটনার দায়ের করা মামলায় সূত্র ধরে মনির হোসেন ওরফে সুমন ও তৌহিদুল ইসলাম ওরফে তুহিনকে সাভার এবং কামাল হোসেনকে লক্ষ্মীপুরের রায়পুর থেকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।