মন্ত্রিসভায় রদবদল, ফোন পেয়েছেন দুজন

নুরুল ইসলাম বিএসসি ও তারানা হালিম। ফাইল ছবি
মন্ত্রিসভায় রদবদল করতে যাচ্ছে সরকার। মন্ত্রিসভায় যোগ দিতে ছয়জন আগামীকাল মঙ্গলবার শপথ নিতে পারেন বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে।
আজ সোমবার শেষ খবর পাওয়া পর্যন্ত আওয়ামী লীগের দুই নেতা সরকারের উচ্চপর্যায় থেকে ফোন পাওয়ার কথা জানিয়েছেন। তাঁরা হচ্ছেন চট্টগ্রাম আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য তারানা হালিম।
নুরুল ইসলাম বিএসসি ও তারানা হালিম উভয়েই এনটিভি অনলাইনকে জানিয়েছেন, আগামীকাল বুধবার তাঁদের ঢাকায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।