তোফা-তহুরাকে আলাদা করার অস্ত্রোপচার শুরু

গাইবান্ধার জোড়া শিশু তোফা ও তহুরাকে আলাদা করার জন্য অস্ত্রোপচার শুরু করেছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুরাতন ভবনের তৃতীয় তলায় কেবিন ব্লকের নিউরোসার্জারি বিভাগের অপারেশন থিয়েটারে (ওটি) আজ মঙ্গলবার সকাল থেকে এ অস্ত্রোপচার শুরু হয়।
জোড়া লাগা এই শিশু দুটির হাত-পা-মাথা সবকিছুই আলাদা কিন্তু পায়ুপথ একটি। বাংলাদেশে এই প্রথম এ ধরনের অস্ত্রোপচার হচ্ছে।
চিকিৎসকরা জানান, মা সাইদা বেগম সকাল সাড়ে ৭টায় সন্তানদের কোলে নিয়ে সার্জারি বিভাগে প্রবেশ করেন। সকাল ৮টায় তাদের অজ্ঞান করার প্রক্রিয়া শুরু হয় এবং মূল অস্ত্রোপচার শুরু হয় সকাল সাড়ে ১০টায়। এখনো অপারেশন চলছে।
শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহিনুর ইসলাম বলেন, এটি খুব ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার; কিন্তু আমরা আশাবাদী। অস্ত্রোপচার শেষ হতে চার-পাঁচ ঘণ্টা সময় লেগে যাবে।
এদিকে মা সাইদা বেগম সন্তানদের জন্য দেশবাসীর কাছে দোয়া চান।