খালেদা জিয়ার কাছে নির্বাচনের ফতোয়াবাজি শুনতে চাই না : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মন্তব্য করেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছ থেকে নির্বাচন, গণতন্ত্রের আমরা কোনো ফতোয়াবাজি শুনতে চাই না।’
আজ রোববার বেলা ১২টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার বুরাপারা-মিটন মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেছেন, গণতন্ত্রকে যদি মুক্ত করতে হয় তাহলে সবাইকে সিদ্ধান্ত নিতে হবে যারা রাজাকার, জঙ্গিদের সঙ্গে নিয়ে রাজনীতি করে, ৭১ ও ৭৫-এর খুনিদের পাশে রাখে তাদের বর্জন করতে হবে। এখানে দেশবাসীরও কর্তব্য আছে, রাজনীতিবীদদেরও কর্তব্য আছে। যারা জাতির পিতা মানে না, স্বাধীনতার ঘোষণা, ৭১-এর হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার মানে না, যারা গণহত্যা স্বীকার করে না, বাংলাদেশের জনগণের এদের বর্জন করা উচিত। যারা সমাজ ও দেশের শক্তির বিরুদ্ধে রাজনীতি করে, পাকিস্তানের পক্ষে ওকালতি করে যারা ৭১-এর খুনি ও জঙ্গিদের পক্ষ নেয়, তাদের রাজনীতির লাইসেন্স বাতিল করা উচিত।
জাসদ সভাপতি ইনু আরো বলেন, ‘খালেদা জিয়ার মাফ চাওয়ার তো কোনো জায়গা নাই, উনি বিচারের সম্মুখীন হবেন। সুতরাং উনি দেশে ফিরে এসে নির্বাচনের, গণতন্ত্রের ফতোয়া দেবেন।’ তিনি বলেন, ‘যদি রাজনীতির লাইসেন্স রাখতে চান, তাহলে খালেদা জিয়া মানুষ পোড়ানোর জন্য, ৭১-এর খুনি, ৭৫-এর খুনি এবং রাজাকারদের বর্জনের কোনো সিদ্ধান্ত উনি দিতে পারেন কি না সেটা আমরা ভেবে দেখব।’
এ সময় বাংলাদেশ জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা, মিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আহমেদ আলী উপস্থিত ছিলেন।