ধাওয়া খেয়ে ট্রাক উল্টে নিহত, মাদক জব্দ

কিশোরগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে একটি ট্রাক উল্টে রুবেল মিয়া (২৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পরে ওই ট্রাক থেকে ৩০০ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা পাওয়া যায় বলে দাবি করেছে পুলিশ।
আজ বুধবার সকালে ঢাকা কিশোরগঞ্জ-ভৈরব সড়কের জেলখানা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত রুবেল আশুগঞ্জের বড়কেল্লা গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে মাদক বহনকারী ট্রাকটিকে (ময়মনসিংহ-ট-০২-০০১৮) টহল পুলিশ ভৈরব, কটিয়াদীসহ বেশ কয়েক জায়গায় থামানোর চেষ্টা করে। কিন্তু ট্রাকটি পুলিশের সিগন্যাল অমান্য করে বেপরোয়া গতিতে ছুটতে থাকে। সেটিকে ধাওয়া দিলে একপর্যায়ে এটি জেলখানা মোড়ে এসে উল্টে যায়।
ওসি জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও মাদক ব্যবসায়ী রুবেল ঘটনাস্থলে মারা যান। ট্রাক থেকে ৩০০ বোতল ফেনসিডিল ও ৫০ কেজি গাঁজা পাওয়া যায়। রুবেলের লাশ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।