সরকার সমাজতন্ত্রকে পুনরুদ্ধার করে সংবিধানে প্রতিস্থাপিত করেছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, সরকার সমাজতন্ত্রকে পুনরুদ্ধার করে সংবিধানে প্রতিস্থাপিত করেছে। মেহনতি মানুষকে মর্যাদা ফিরিয়ে দিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে জঙ্গি দমন যুদ্ধের ভেতরেই সমাজতন্ত্রের পথে সংগ্রাম জারি রাখতে হবে। জঙ্গি থেকে গণতন্ত্রকে নিরাপদ করা, আর বৈষম্যের অবসানে সমাজতান্ত্রিক সংগ্রাম চলবে সমানতালে।’
ঐতিহাসিক ‘অক্টোবর বিপ্লবের’ শতবর্ষ উপলক্ষে আজ রোববার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাসদ আয়োজিত লালপতাকা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইনু এসব কথা বলেন। সরকারি এক তথ্য বিবরণীতে এ সব তথ্য জানানো হয়।
সমাবেশে হাসানুল হক ইনু বলেন, বৈষম্যের অবসানে সমাজতন্ত্রই একমাত্র পথ। সমাজতন্ত্রই শ্রমিক-কৃষক-গরিব-শোষিত মানুষের মুক্তি সংগ্রামের চিরন্তন দর্শন।
স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘ত্রিশ লাখ শহীদের রক্ত দিয়ে সংবিধানে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে সমাজতন্ত্র অন্তর্ভুক্ত হয়েছিল। আর সামরিক ও স্বৈরশাসকরা সংবিধান থেকে সমাজতন্ত্র কেটে বাদ দিয়ে দেশকে তথাকথিত বাজার অর্থনীতির হাতে তুলে দিয়ে অন্ধকারে ঠেলে দিতে চেয়েছে বারবার। শেখ হাসিনার সরকার সমাজতন্ত্রকে পুনরুদ্ধার করে সংবিধানে প্রতিস্থাপিত করেছে। মেহনতি মানুষকে মর্যাদা ফিরিয়ে দিয়েছে।’
‘এখন দেশে যে বিস্ময়কর উন্নয়ন ঘটছে তার সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাতে হলে সংবিধানের পাতা থেকে সমাজতন্ত্রকে জীবনের পাতায় কার্যকর করতে হবে। তবেই বৈষম্যের অবসান ঘটবে’-বলেন হাসানুল হক ইনু।
জাসদের সভাপতি আরো বলেন, ‘সমাজতন্ত্র এমনি আসবে না। জঙ্গি-রাজাকার ও তাদের দোসররা যেমন শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের শত্রু, তেমনি সমাজতন্ত্রেরও শত্রু। তাই এই অপশক্তি দমনের কাজ আর শ্রমিক-কৃষকের সংগ্রামের পথে সমাজতন্ত্র প্রতিষ্ঠার কাজ করতে হবে এক সাথে, ঐক্যবদ্ধভাবে।’
জাসদের ঢাকা মহানগর সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শিরীন আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাসদ নেতা হাবিবুর রহমান শওকত, আফরোজা হক রীনা, নুরুল আখতার, নাইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন, শফিউদ্দিন মোল্লা, শহীদুল ইসলাম, মাইনুর রহমান, মহিবুর রহমান মিহির, মাহবুবা আক্তার লিপি, মীর্জা আনোয়ারুল হক, নুরুন্নবী।
সমাবেশ শেষে লালপতাকা নিয়ে একটি মিছিল নগরীর রাজপথ প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়।