মংলায় তিন ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ

সুন্দরবনের ধানসিদ্ধির চর এলাকায় আজ ভোরে তিন ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে দুর্বৃত্তরা। ছবি : এনটিভি
বাগেরহাটের মংলায় সুন্দরবনসংলগ্ন ধানসিদ্ধির চর এলাকা থেকে তিনটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় কয়েকজন জেলে ও মহাজন দাবি করেন, ভোরে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসিদ্ধির চরে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় বনদস্যু আকাশ বাহিনী জেলেদের ওপর হামলা চালায়। তারা ১২ জেলেকে অপহরণ করে প্রত্যেকের কাছ থেকে ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে।
এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. বেলায়েত হোসেন বলেন, ‘ধানসিদ্ধির চর এলাকায় ডাকাতরা অবস্থান করছে বলে খবর শুনেছি। তবে জেলে অপহরণ হয়েছে কি না, জানতে পারিনি।’
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লেফটেন্যান্ট রাহাতুজ্জামান বলেন, ডাকাতির ঘটনার পর অপহৃতদের উদ্ধারে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে কোস্টগার্ড।