খুলনার মহাসড়কে ইজিবাইক অটো আজও চলেছে

খুলনার মহাসড়কে আজ সোমবারও তিন চাকার যানবাহন চলতে দেখা গেছে। ছবি : এনটিভি
দেশব্যাপী মহাসড়কগুলোতে তিন চাকার যানবাহন ও অযান্ত্রিক যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হলেও মহানগরী খুলনা ব্যতিক্রম। মহানগরীর মহাসড়কে এবং যশোর-খুলনা ও যশোর-সাতক্ষীরা মহাসড়কে ইজিবাইক, অটোরিকশা, টেম্পোসহ অযান্ত্রিক সব ধরনের যানবাহন চলাচল করছে। এসব এলাকায় পুলিশের কোনো অভিযান নেই।
এ ব্যাপারে সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক মো. কলিমুল্লাহ জানান, মহানগরীতে অভিযান না চললেও খুলনা বাইপাস মহাসড়কে অভিযান চলছে। মহানগরে চলাচল প্রসঙ্গে বলেন, এখানে সংশ্লিষ্ট চালকদের সঙ্গে তাঁদের গণসংযোগ চলছে।
আজ খুলনা জিরো পয়েন্ট, যশোর-খুলনা, খুলনা-সাতক্ষীরা মহাসড়ক পরিদর্শনকালে অযান্ত্রিক সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।