বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে জারিয়া মুরমু নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জারিয়া মুরমু পোরশা উপজেলার নিতপুর গ্রামের বাসিন্দা। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
নওগাঁর ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান জানান, গতকাল বুধবার দিবাগত রাতে চার-পাঁচজনের একটি দল বাংলাদেশ থেকে গরু আনতে ভারতে যায়। আজ ভোরে পোরশা উপজেলার পুনর্ভবা নদী পার হওয়ার সময় ৩১ বিএসএফের জগজিৎপুর ক্যাম্পের সদস্যরা তাদের নৌকায় হামলা চালিয়ে বেদম মারধর করে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় জারিয়া মুরমু। এ অবস্থায় তাঁর সঙ্গীরা লাশ নিয়ে পালিয়ে বাংলাদেশে চলে আসে।
রফিকুল হাসান আরো জানান, এ ব্যাপারে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধ করতে জোর প্রতিবাদ জানানো হবে।