মায়ের সঙ্গে অভিমান, কিশোরের আত্মহত্যা!

নীলফামারীর ডোমার উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে আলিফ ইসলাম (১৩) নামের এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আলিফ ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের পশ্চিম আমবাড়ী নামাজিপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে।
আজ শনিবার দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আলিফের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার রাতে খাবার নিয়ে মায়ের সঙ্গে আলিফের কথাকাটাকাটি হয়। পরে সে সবার অগোচরে বাড়িতে রাখা মাছ ধরার গ্যাসের ট্যাবলেট খায়। এরপর পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।