ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় আজ বুধবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দুরুল জানান, রেলওয়ে স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে হোসেনডাঙ্গা এলাকার রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে আসা ৫৮২ আপ লোকাল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ (জিআরপি) ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি আসার সময় রেললাইনের ধারে বসে থাকা ওই যুবক হঠাৎ করে ইঞ্জিনের সামনে মাথা দেন।