দিরাইয়ে নৌকাডুবিতে নিখোঁজ বাবা-ছেলের লাশ উদ্ধার

সুনামগঞ্জের দিরাই উপজেলার টাংনির হাওরে মাছ শিকার করতে গিয়ে নৌকাডুবে নিখোঁজ হওয়া বাবা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।
নৌকাডুবিতে নিহত ব্যক্তিরা হলেন দিরাইয়ের তাড়ল গ্রামের বাসিন্দা মো. ফারুক আহমদ চৌধুরী ও তাঁর ছেলে এহসান আহমদ চৌধুরী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দিরাই উপজেলার তাড়ল গ্রামের ফারুক আহমদ ও তাঁর ছেলে এহসান বৃহস্পতিবার রাতে একটি ছোট নৌকা নিয়ে মাছ শিকারের জন্য গ্রামের পাশের টাংনির হাওরে যান। রাত ১২টায় ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়। এতে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন। পরে তাঁদের সন্ধানে পুলিশ ও স্থানীয় লোকজন টাংনির হাওরে অভিযান চালালে আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে হাওরের শেষ প্রান্তে বাবা-ছেলের লাশ ভেসে ওঠে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েছ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাতে ঝড়ের কবলে পড়ে বাবা-ছেলে নিখোঁজ হন। আজ দুপুর আড়াইটার দিকে স্থানীয়দের সহায়তায় বাবা-ছেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।