নারায়ণগঞ্জ স্কুলছাত্রীকে হত্যা করে লুট

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকায় এক স্কুলছাত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে সোনা ও টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত স্কুলছাত্রী স্বর্ণালী ঘোষ তৈরি পোশাক কারখানার শ্রমিক শ্যামল ঘোষের মেয়ে। সে মাসদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার জানায়, শ্রমিক শ্যামল ঘোষ পরিবার নিয়ে ধোপাপট্টির আরিফ বাদলের বাড়িতে বসবাস করেন। তাঁর স্ত্রী মালা দাস স্থানীয় একটি টেইলার্সে কাজ করেন।
আজ সকালে শ্যামল কাজে চলে যান। বেলা ১১টার দিকে মালা দাস মেয়েকে স্কুলে যাওয়ার জন্য তৈরি করে ব্যাংকে ডিপোজিটের টাকা জমা দিতে যান।
ব্যাংক থেকে ফিরে দেখেন ঘরের মেঝেতে মেয়ের লাশ পড়ে আছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এসে স্বর্ণালীকে উদ্ধার করে নারায়ণগঞ্জ তিনশ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্বৃত্তরা স্কুলছাত্রীকে হত্যার পর ঘরে থাকা পাঁচ ভরি স্বর্ণালংকার এবং নগদ ২০ হাজার টাকা লুটে নিয়ে যায়।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে বলেও জানান ওসি।