চাকরি জাতীয়করণের দাবি কমিউনিটি ক্লিনিক কর্মকর্তাদের

বেতন-ভাতা ট্রাস্ট ফান্ড থেকে দেওয়ার ঘোষণা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। তাঁদের সংগঠন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন আজ শুক্রবার নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে দুপুরে এ দাবিতে এক ঘণ্টা মানববন্ধন করে। এ সময় তাঁরা চাকরি জাতীয়করণ করার দাবিও জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ শাহীন, এ বি এম সালাউদ্দিন, আরিফ চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই কমিউনিটি ক্লিনিক প্রকল্প গ্রাম-গঞ্জের অতিদরিদ্র জনগোষ্ঠীকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হয়ে থাকে।
প্রধানমন্ত্রী সম্প্রতি ঘোষণা দিয়েছেন, বেতন-ভাতা ট্রাস্ট ফান্ড থেকে দেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই ঘোষণা অযৌক্তিক দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।