২ নভেম্বর ঢাকায় জনসভা করতে চায় ঐক্যফ্রন্ট

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পুরোনো ছবি : এনটিভি
জাতীয় ঐক্যফ্রন্টের উদ্যোগে আগামী ২ নভেম্বর রাজধানীতে জনসভার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আগামী ২ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্ট ঢাকায় জনসভা করবে। এ জন্য আমরা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করার কথা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি।’