লাঙ্গলবন্দে সংস্কারকাজ শুরু

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদের খননকাজ শুরু করেছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এ খননকাজের উদ্বোধন করেন।
নদের নাব্যতা কমে যাওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের তীর্থ স্নান কার্যক্রমে সমস্যার সৃষ্টি হচ্ছিল। তীর্থ স্থানের রাস্তা প্রশস্তকরণ, স্নানের ঘাটের সংখ্যা বাড়ানো, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ, স্যানিটেশন ব্যবস্থা, নদ খননসহ বিভিন্ন রকমের উন্নয়নের জন্য ১০৬ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে।
গত বছর চৈত্র মাসে অষ্টমীর তিথিতে স্নান করতে এসে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ১০ পুণ্যার্থী মারা যান। ওই ঘটনার পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসন লাঙ্গলবন্দ তীর্থ স্থানের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা বাজেট পেশ করে।
সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, বিআইডব্লিউটিএ ব্রহ্মপুত্র নদের লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে নয়াঘাট পর্যন্ত প্রাথমিকভাবে দুই কিলোমিটার নৌপথের ১৩টি ঘাট পয়েন্টে প্রায় সাড়ে তিন লাখ ঘনমিটার মাটি ও বালি খনন করবে। এতে ব্যয় হবে প্রায় ছয় কোটি টাকা। উক্ত ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে লাঙ্গলবন্দ এলাকায় ব্রহ্মপুত্র নদে আগত হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় কাজ সম্পন্ন এবং নৌপথে যাতায়াত করতে সুবিধা হবে।
নৌপরিবহনমন্ত্রী বলেন, নদীমাতৃক বাংলাদেশের নাব্যতা উন্নয়নের লক্ষ্যে ২ হাজার ৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার সংগ্রহ করা হবে। সরকারের গত মেয়াদে ১৪টি ড্রেজার সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে নদী প্রাণ ফিরে পাচ্ছে। ৫৩টি নৌপথ খননের জন্য সাড়ে ১১ হাজার কোটি টাকার খননকাজ চলমান রয়েছে।
নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল হাই ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক।