বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত : জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় দাবি করেছেন, বাংলাদেশে বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত।
‘নির্ভরযোগ্য সূত্রর’ বরাত দিয়ে আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে ফেসবুকে নিজের ভ্যারিফাইড পেজে এক স্ট্যাটাসে জয় এ কথা বলেন। এতে তিনি অভিযোগ করেন, ‘তারা (বিএনপি-জামায়াত) মরিয়া হয়ে এই কাজ করছে যেন বিদেশি সরকারগুলো বাংলাদেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে।’
‘লন্ডন বিএনপির ভেতর থেকে এসব তথ্য এসেছে’ বলে স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় দাবি করেন।
প্রথমে ইংরেজি, পরে বাংলায় লেখা স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো -
‘I have information from a reliable source that BNP-Jamaat are involved in the recent murder of foreigners in Bangladesh. They have done this in a desperate attempt to turn foreign governments against our country and destabilize it.
This information comes from within the BNP in London.
একটা খুব নির্ভরযোগ্য সূত্র থেকে আমি জেনেছি যে বাংলাদেশে সাম্প্রতিক বিদেশী হত্যাকান্ডে বিএনপি-জামায়াত জড়িত। অত্যন্ত মরিয়া হয়ে তারা এটা করছে যাতে বিদেশী সরকারগুলো আমাদের দেশের বিরাগভাজন হয় এবং দেশ অস্থিতিশীল হয়ে পড়ে।
লন্ডন বিএনপির ভেতর থেকেই এই তথ্য এসেছে।’
এর আগে নিউইয়র্কে ও ঢাকায় সংবাদ সম্মেলনে বিদেশি হত্যাকাণ্ডে বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে বলে দাবি করেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে গুলশান ২-এর ৯০ নম্বর সড়কের মাথায় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ইতালীয় নাগরিক চেসারে তাভেলাকে গুলি করে। এরপর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত এই ইতালীয় নাগরিক আইসিসিও নামের নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
এ ঘটনার পাঁচদিনের মাথায় রংপুর সদরের মাহীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে হোশি কুনিও নামের এক জাপানি নাগরিক নিহত হন।