রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

রাজবাড়ী রেলওয়ের পাচুরিয়া স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে আবদুস সামাদ শেখ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আবদুস সামাদের রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর আন্ধারমানিক গ্রামে।
নিহতের ছেলে আসলাম শেখ জানান, সকালে বাড়ি থেকে রেলপথ দিয়ে বাজারে যাওয়ার সময় দৌলতদিয়া-পোড়াদহ শাটল ট্রেনের নিচে কাটা পড়েন আবদুস সামাদ। তিনি কানে কম শোনার কারণে ট্রেনের হুইসেল শুনতে পাননি বলে তাঁর ধারণা। এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হবে।