ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে উপস্থিত নেতারা। ছবি : এনটিভি
ফরিদপুরের ভাঙ্গা পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে ভাঙ্গা উপজেলার খন্দকার টাওয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
মুন্সী আছাদুজ্জামান মুকুলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ঈছা, আজম খান, অ্যাডভোকেট গুলজার আহম্মেদ মৃধা প্রমুখ।
সম্মেলনে বক্তারা সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে সম্মিলিতভাবে কাজ করে দলকে এগিয়ে নিয়ে যেতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
পরে মনির মুন্সীকে সভাপতি ও মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক করে পৌর বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।