দুস্থদের অনুদানের চেক বিতরণ করল চন্দ্রপাড়া দরবার

ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরিফে আজ সকালে দুস্থ আশেকানদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। ছবি : এনটিভি
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরিফে দুস্থ আশেকানদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার ভোরে ফজর নামাজ শেষে আশেকানদের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন দরবার শরিফের গদিনসীন পীর সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী। তিনি ৩০০ দুস্থ আশেকানের মধ্যে ২৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন।
এর আগে কয়েক হাজার মুসল্লি একত্রে ফজর নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেন।