ফরিদপুরে বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

ফরিদপুরের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ৩০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নয় উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করতে পুলিশ সদর দপ্তরের নির্দেশে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ৩০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
গ্রেপ্তার নেতাকর্মীর মধ্যে রয়েছেন ভাঙ্গা উপজেলা জামায়াতের আমির ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সরোয়ার হোসেন, নগরকান্দা উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহরাব হোসেন, মধুখালী পৌর জামায়াতের আমির লিয়াকত বিশ্বাস, মধুখালী উপজেলার কোরকদী ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান, বাগাট ইউনিয়ন বিএনপির সহসভাপতি ওলেমান চৌধুরী প্রমুখ।