‘জেএমবির’ ১১ সদস্য দুইদিনের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে আটক ১১ সদস্যকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রিমান্ডে নেওয়া ব্যক্তিরা হলেন- আরিফ ইবনে খায়ের ওরফে রিফাত, বাবু মুন্সী ওরফে মাসুদ রানা, খোরশেদ আলম, ওমর ফারুক, আলহাজ মিয়া, হেলাল উদ্দিন, আব্দুল বাসেত, মোহাম্মদ সুজাত, ফরহাদ হোসেন, মিজানুর রহমান ও আজহার আলী।
মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবদুর রাজ্জাক আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ১১ জনকে হাজির করে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন ।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলমগীর কবির রাজ শুনানি শেষে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডিএমপির অনলাইন নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার রাত ৮টা ২০ মিনিটে উত্তরায় পুলিশ হেডকোয়ার্টার্সের এলআইসি শাখা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (উত্তর) বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই ১১ জনকে আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি তালা কাটার মেশিন, কয়েকটি দেশীয় অস্ত্র, বিস্ফোরকদ্রব্য, ধর্মীয় বই ও সাতটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে।
খবরে আরো বলা হয়, রাষ্ট্রের ভিভিআইপি, ভিআইপিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন।
এর আগে গত ২৭ জুলাই গ্রেপ্তার জেএমবির ভারপ্রাপ্ত আমির আবু তালহা মোহাম্মদ ফাহিম ওরফে পাখি জিজ্ঞাসাবাদে তাঁর অন্যতম সহযোগী হিসেবে আরিফ ইবনে খায়ের ওরফে রিফাতের নাম প্রকাশ করেন। আবু তালহা গ্রেপ্তার হওয়ার পর এই রিফাতই গাজীপুর, টাঙ্গাইল ও জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে সদস্য সংগ্রহসহ সংগঠনের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তাঁরই পৃষ্ঠপোষকতা ও নেতৃত্বে জেএমবির সদস্যরা ঢাকায় একত্রিত হন।