ফরিদপুরের ৯৬ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ

ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের মিরকান্দি গ্রামের দুই কিলোমিটার এলাকায় মোট ৯৬জন গ্রাহকের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ইউনিয়নের মিরকান্দি মাদ্রাসা মাঠে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম হেমায়েত হোসেন বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আটঘর ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া প্রমুখ।