ঢাকায় ভারতের পররাষ্ট্রসচিব জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রসচিব ড. সুব্রামনিয়াম জয়শঙ্কর ঢাকায় পৌঁছেছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হক বিমানবন্দরে জয়শঙ্করকে অভ্যর্থনা জানান।
জানা গেছে, জয়শঙ্কর প্রায় ২৪ ঘণ্টা ঢাকায় অবস্থান করবেন। তাঁর আলোচনা কেবল তিস্তার পানিবণ্টন ও স্থলসীমান্ত চুক্তিতেই সীমাবদ্ধ থাকবে না, ঢাকা-নয়াদিল্লির দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করবেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বেলা সোয়া ১১টায় তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে শহীদুল হকের সঙ্গে বৈঠক করবেন। পরে বেলা ৩টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করবেন। একই দিন সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
গত ২৯ জানুয়ারি সুজাতা সিংয়ের স্থলাভিষিক্ত হন এস জয়শঙ্কর। দায়িত্ব পাওয়ার পর সার্কভুক্ত দেশগুলোতে সৌজন্য সফরের অংশ হিসেবেই বাংলাদেশে এসেছেন জয়শঙ্কর। গতকাল রোববার ভুটান যাত্রার মধ্য দিয়ে সার্কভুক্ত দেশগুলোয় সফর শুরু করেন তিনি। এর পর বাংলাদেশ হয়ে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে তাঁর।